Bangladesh
 26 Jul 20, 07:48 PM
 50             0

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, সংঘর্ষে শিল্প পুলিশের এএসপিসহ ৭ সদস্য আহত ।।  

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, সংঘর্ষে শিল্প পুলিশের এএসপিসহ ৭ সদস্য আহত ।।   

নিউজ ডেস্কঃ গাজীপুরে অগ্রিম বেতন ও ঈদ বোনাস পরিশোধ, ঈদের ছুটি বৃদ্ধি এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে এক পোশাক কারখানার শ্রমিকরা গতকাল শনিবার (২৫ জুলাই) বিক্ষোভ করেছে। তারা মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করে। বিক্ষুদ্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় এএসপি ও ইন্সপেক্টরসহ শিল্প পুলিশের অন্তত ৭ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে। এদিকে অপর এক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও এক কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন ।

নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুর শিল্প পুলিশের এক কর্মকর্তা ও শ্রমিকেরা জানান, সিটি করপোরেশনের সাতাইশ এলাকার ভিয়েলা টেক্স পোশাক কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে কর্তৃপক্ষের কাছে ঈদ বোনাস, বাৎসরিক ছুটির টাকা ও চলতি জুলাইয়ের পুরো মাসের বেতন আগামীকাল সোমবারের মধ্যে (২৬ জুলাই) পরিশোধ এবং ঈদ উপলক্ষে ১২ দিন ছুটি দেওয়ার দাবি জানান। এসব দাবিতে শ্রমিকরা গত বৃহস্পতিবার কারখানায় কর্মবিরতি, বিক্ষোভ করেন। শ্রমিক বিক্ষোভের মুখে কারখানা কর্তৃপক্ষ ঈদের ছুটি ৮ দিন (৩১ জুলাই হতে ৭ আগস্ট) এবং ঈদ বোনাস ও আগামী ৩০ জুলাই চলতি মাসের ১৫ দিনের বেতন দেওয়ার ঘোষণা দেন। তবে কর্তৃপক্ষের ঘোষণা প্রত্যাখ্যান করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')