Bangladesh
 25 Nov 20, 07:29 PM
 87             0

মুন্সিগঞ্জ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার।।

মুন্সিগঞ্জ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জ সদর ও সিরাজদিখান উপজেলার পৃথক স্থান থেকে দুই নারী ও দুই পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সদরের বাগমামুদালীপাড়ার একটি ভাড়া বাসা থেকে দীপ্র মজুমদার (২৮) ও মিতু সরকার (২৬) নামে দুজনের মরদহে উদ্ধার করা হয়।নিহত দীপ্র কুমিল্লা সদর দক্ষিণের মান্নান মজুমদারের ছেলে আর মিতু মুন্সিগঞ্জের ফুলতলার নমকান্দি গ্রামের বলরাম সরকারের মেয়ে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, খবর পেয়ে বাগমামুদালীপাড়ার একটি তিনতলা ভবনের নিচতলার ভাড়া বাসা থেকে মিতু ও দীপ্রর মরদেহ উদ্ধার করা হয়। বিস্তারিত খতিয়ে দেখার জন্য জন্য ঢাকা থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।মিতুর মায়ের বরাত দিয়ে ওসি জানান, মিতুর মা সকালে মিতুর ভাড়া বাসায় গিয়ে দীপ্রকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখে নিচে নামিয়েছেন। এ সময় জানালার সঙ্গে গলায় কাপড় বাঁধা অবস্থায় মিতুর লাশও দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন