News71.com
 Bangladesh
 26 Nov 20, 06:30 PM
 652           
 0
 26 Nov 20, 06:30 PM

মাদারীপুরে ক্রেন থেকে পড়ে ৩ শ্রমিক আহত।।

মাদারীপুরে ক্রেন থেকে পড়ে ৩ শ্রমিক আহত।।

নিউজ ডেস্কঃ মাদারীপুরে নির্মাণাধীন ছয়তলা ভবনে ব্যবহৃত ক্রেন থেকে পড়ে ৩ নির্মাণশ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা সদর হাসপাতালের ভেতরে নির্মাণধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকাল থেকে জেলা সদর হাসপাতালের ভেতরে নির্মাণাধীন ছয়তলা ভবনে কাজ করেছে অর্ধশত শ্রমিক। ভবনের কাজের জন্য বহুল উচ্চতাসম্পন্ন একটি ক্রেন ব্যবহার করা হয়। ক্রেনের ওপরে উঠে কাজ করছিলেন শুভ নামের এক শ্রমিক। এদিকে অন্য শ্রমিকরা নিচে ঢালাই মেশিনে কাজ করছিলেন। পরে ছয়তলা থেকে ক্রেন ভেঙে নিচে ঢালাই মেশিনের সঙ্গে মাথায় মারাত্মক আহত হন শুভ। এ সময় নিচে থাকা অপর দুই শ্রমিক ফরহাদ ও নয়নও আহত হন। তাদের প্রথমে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শুভ ও ফরহাদকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, ছয়তলা থেকে পড়ার কারণে শরীরের বিভিন্ন স্থান ভেঙে যাওয়ার পাশাপাশি গুরুতর আহত হয়েছেন তিন শ্রমিক। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন