Bangladesh
 11 Jan 21, 09:51 AM
 27             0

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ ও আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

সোমবার (১১ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই কলোনির প্রায় ৫০ থেকে ৬০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

নিহতরা হলেন- মুন্নি, ফরহাদ, মিলন ও অজ্ঞাত একজন। নিহতরা ওই কলোনির বাসিন্দা বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবীরুল আলম জানান, 'ভোরে কালামপুর এলাকায় একটি বাসাবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে চারজন নিহত হন। আগুনে ওই কলোনির ৫০ থেকে ৬০টি ঘর পুড়ে গেছে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')