News71.com
 Bangladesh
 20 Jan 21, 07:29 PM
 592           
 0
 20 Jan 21, 07:29 PM

কেরানীগঞ্জে তিন কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

কেরানীগঞ্জে তিন কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ

নিউজ ডেস্কঃ কেরানীগঞ্জে ১৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল। জব্দকৃত কারেন্ট জালের বাজার মূল্য আনুমানিক প্রায় ৩ কোটি ১৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন রাস্তা থেকে এসব জাল উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের পাগলা স্টেশন কমান্ডার লে. আশমাদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি মিনি ট্রাকসহ এই জাল জব্দ করা হয়। পরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ ও সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজার উপস্থিতিতে এই জাল পোড়ানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, একটি মিনি ট্রাক জব্দ করে আমরা আঠারোটি বস্তার মধ্যে কারেন্ট জাল পাই পরে তা পুড়িয়ে দেই। তবে মালিক পক্ষের কাউকে আটক করা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন