News71.com
 Bangladesh
 12 Dec 21, 12:33 PM
 324           
 0
 12 Dec 21, 12:33 PM

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় নৌকার কর্মী‌দের হামলা॥ আহত ২০

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় নৌকার কর্মী‌দের হামলা॥ আহত ২০

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লী‌গের বি‌দ্রোহী প্রার্থীর (আনারস প্রতীক) ভোট চাওয়ায় নৌকার কর্মী-সমর্থকরা হামলা চা‌লি‌য়ে‌ছে বলে অভিযোগ পওেয়া গেছে। এসময় বি‌দ্রোহী প্রার্থীর নারী কর্মীসহ ২০জন আহত হ‌য়েছেন। এ ঘটনায় উপ‌জেলার নিকরাই‌ল ইউ‌নিয়‌নের সিরাজকা‌ন্দি ও পুনর্বাসন এলাকায় উত্তেজনা বিরাজ কর‌ছে। এদি‌কে নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ প‌রি‌বেশ বজায় রাখ‌তে অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়েছে। শনিবার (১১ ডি‌সেম্বর) দুপু‌রে উপ‌জেলার সিরাজকান্দি বাজার এলাকার খোকার ডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এতে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী মাসুদুল হক মাসু‌দের চাচা আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। তার শা‌রীরিক অবস্থার অবন‌তি হ‌লে উন্নত চি‌কিৎসার জন‌্য তাকে ঢাকা মে‌ডি‌ক্যা‌লে পাঠা‌নো হয়।
আহ‌ত‌দের ক‌য়েকজ‌নের নাম পাওয়া গে‌ছে।

এরা হ‌লেন- রফিকুল ইসলাম (৩২), অমিনা খাতুন (৩৫), মোজলেফা বেগম (৪০), মুফিতন (৫০), সারা খাতুন (৪০), আয়েশা (৫৫), মরিয়ম (৪০), জহুরুল ইসলাম (২০), মাসুদ রানা (২৮), আব্দুর রাজ্জাক (৪৪)।নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতী‌কের বিদ্রোহী প্রার্থী মাসুদুল হক মাসু‌দ বলেন, দুপু‌রে আনারস প্রতী‌কের জন‌্য নারী কর্মীরা খোকার ডোবা এলাকায় ভোট প্রার্থনা করছিল। এসময় ভোট চাইতে যাওয়া নারী‌দের অশালীন মন্তব‌্য ক‌রে নৌকার কর্মীরা। প‌রে তারা সেখান থে‌কে চ‌লে আসার সময় নৌকার ক‌্যাডার বা‌হিনীরা হামলা ক‌রে। এতে ২০জন কর্মী আহত হ‌য়ছে। এ‌দের ম‌ধ্যে আব্দুর রাজ্জাক না‌মের বি‌দ্রোহী প্রার্থীর চাচা‌কে ঢাকায় পাঠানো হ‌য়ে‌ছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন‌কে অব‌হিত করাসহ লি‌খিতভা‌বে অভি‌যোগ জানা‌নো হ‌বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন