News71.com
 Bangladesh
 27 Jul 22, 07:05 PM
 1314           
 0
 27 Jul 22, 07:05 PM

অকারণে লাইট জ্বালানোর দরকার নেই।। শামীম ওসমান

অকারণে লাইট জ্বালানোর দরকার নেই।। শামীম ওসমান

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, আমরা চাল উৎপাদন করি। হয়তো খাদ্যের সংকট হবে না। গম ভুট্টা কোথাও পাওয়া যাচ্ছে না। এখন যদি গম না পাই, গম ভুট্টার মূল্য যদি বেড়ে যায় এর প্রভাবে গরুর দুধ, ডিম, মাছ, মাংসের দাম বাড়বে। আমাদের এখন এক খণ্ড জমি ফেলে রাখার সময় না। কোনো জিনিস অপচয় করার সময় না। বিনা কারণে এক মিনিটও লাইট জ্বালানোর দরকার নেই। বুধবার (২৭ জুলাই) দুপুরে নগরীর চাষাঢ়া টাউন হলে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন।  শামীম ওসমান বলেন, সারা বিশ্ব কঠিন একটা সময় পার করছে। আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর কারণে আমরা উঠতি দেশ উন্নত দেশগুলোরই যখন ত্রাহি অবস্থা তখন শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। এমন সময়েই একদল লোক বলছেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, তারা কী খুশি। এটা হলে মানুষ হিসেবে তো খুশি হওয়া উচিত না। দেশটা ভালো থাকলে আমরা ভালো থাকবো।

তিনি বলেন, জার্মানে চেম্বার অব কমার্সের লোকজনদের জিজ্ঞাসা করেছিলাম তোমরা বিশ্ব যুদ্ধের পরেও নিজেদের উঠিয়ে নিয়ে আসলে কেমন করে। তারা বললো আমরা যুদ্ধের পর যখন ক্ষতবিক্ষত তখন ঠিক করেছিলাম দুটো রুটির জায়গায় একটা রুটি খাবো। আরেকটা রুটি পরবর্তী জেনারেশনের জন্য সেভ করে রাখব। সেই জার্মান আজ ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশ। আমি মনে করি আমাদেরও এটা চিন্তা করতে হবে। অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো অবস্থানে আছি। এর মেইন সোলজার হবে ইয়াং জেনারেশন যারা সব আন্দোলন করেছে। তাদেরই করতে হবে। কারণ তারাই এখন যোদ্ধা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন