News71.com
 Bangladesh
 28 Jul 22, 06:12 PM
 864           
 0
 28 Jul 22, 06:12 PM

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়।।পরীক্ষা ৯ কেন্দ্রে

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়।।পরীক্ষা ৯ কেন্দ্রে

নিউজ ডেস্কঃ  দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আগামী ৩০ জুলাই দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিজ্ঞান (এ) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করেছিলেন তাদের আসন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে সাজানো হয়েছে।

 বাকি কেন্দ্রগুলো হলা—ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, গার্মেন্টস কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স, ইডেন মহিলা কলেজ, নটরডেম কলেজ, ভিকারুন্নেছা নুন স্কুল অ্যান্ড কলেজ, (ভবন-১, গেইট-১) এবং ভিকারুন্নেছা নুন স্কুল অ্যান্ড কলেজ, (ভবন-২, গেইট-৮)। ৯টি কেন্দ্রে মোট ছয় হাজার ৪৫৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা দেবেন। গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটি সূত্রে জানা যায়, পরীক্ষা শুরু হবার এক ঘণ্টা আগে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কোন শিক্ষার্থী চাইলে তার আগেও কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে রুম খোলা হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। প্রবেশপত্র ও নির্দেশিত অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন