News71.com
 Bangladesh
 31 Jul 17, 11:50 AM
 1227           
 0
 31 Jul 17, 11:50 AM

মোল্লাহাটে খুলনা মাওয়া মহাসড়কে র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে ডাকাত নিহত।।

মোল্লাহাটে খুলনা মাওয়া মহাসড়কে র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে ডাকাত নিহত।।

নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোল্লাহাটে র্যা বের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে । এ সময় কর্তব্যরত এক র্যা ব সদস্যও আহত হন। গতকাল রবিবার দিনগত রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে র্যাব একটি বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ওই ডাকাতের নাম-পরিচয় জানাতে পারেনি র্যা ব সদস্যরা। এ ব্যাপারে র্যাব -৬ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম নিউজ৭১ডটকমকে বলেছেন ,সম্প্রতি ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন এলাকায় নৈশ কোচে ডাকাতির ঘটনা ঘটছে। এ কারণে র্যা ব সদস্যরা কয়েক দিন ধরে ওই মহাসড়কের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছে।

গতকাল রবিবার রাতে মহাসড়কের মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকায় র্যা ব সদস্যরা গাড়ি রেখে যানবাহনে এই রুটিন তল্লাশি করছিল। এ সময় মোল্লাহাটের দিক থেকে দুটি মোটরসাইকেল যোগে আসা ছয়জনকে দেখে র্যাশব সদস্যরা সিগন্যাল দেয়। তখন তারা র্যাবের উপস্থি্তি টের পেয়ে গাড়ী ঘুরিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।কিন্ত কর্তব্যরত র্যাব সদস্যরা তাদের ধরতে গেলে বাইক আরোহীরা র্যাব সদস্যেদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে।জবাবে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট ধরে গোলাগুলির এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে অজ্ঞাত পরিচয়ের এক ডাকাত রাস্তায় পড়ে যায়। বাকীটা দ্রুত মোটর সাইকেলযোগে পালিয়ে যায় । র্যাব সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় আহত ব্যাক্তিকে আটক করা করা হয়। তিনি আরো জানান,গুলিবিদ্ধ ওই ডাকাতকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মৃতদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত র্যা ব সদস্যকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান র্যােবের এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন