News71.com
 Bangladesh
 07 Sep 17, 10:03 AM
 1042           
 0
 07 Sep 17, 10:03 AM

মেহেরপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ।।

মেহেরপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ।।

নিউজ ডেস্কঃ মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকে দু’দেশের সীমান্ত প্রহরার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে বিজিবি সূত্রে বলা হয়েছে । পতাকা বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল আবু সঈদ আল মসউদ (পিএসসি)। এছাড়াও বিজিবি দলে উপস্থিত ছিলেন ৫৮ বিজিবি পরিচালক লেঃ কর্নেল জিল্লুর রহমান (পিএসসি), ৪৭ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আ ন ম নজরুল ইসলাম (পিএসসি), ৬ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহাম্মদ লুৎফুল কবীর (জি) সহ ৩ জন স্টাফ অফিসার। ভারতের পক্ষে বিএসএফ দলে নেতৃত্ব দেন ভারতের নদীয়ার কৃষ্ণনগর সেক্টর কমান্ডার শ্রী ভানোয়ার লাল মিনা ।

তাছাড়াও বিএসএফ দলে উপস্থিত ছিলেন ৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী রাজিব সুনিল মিনজ, ৮১ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী প্রদীপ কুমার দুবেই, ৯৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী মহেন্দার কুমারসহ ৩ জন স্টাফ অফিসার। পতাকা বৈঠকে সীমান্তে নিরীহ বাংলাদেশী হত্যা বন্ধ, মাদকদ্রব্যপাচার রোধসহ সীমান্ত এলাকায় অপরাধ কর্মকান্ড রোধ কল্পে সীমান্তের ১৫০ গজের মধ্যে ৩ ফুটের উপরে কোন ফসল আবাদ না করা এবং কাঁটাতারের বেড়া কাটাসহ সীমান্তের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের ব্যাপারে আলোচনা হয়। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সু-সম্পর্ক এবং অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত হয়েছে পতাকা বৈঠকে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন