News71.com
 Bangladesh
 08 Sep 17, 06:31 AM
 960           
 0
 08 Sep 17, 06:31 AM

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ফিঙ্গার প্রিন্ট চালু।।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ফিঙ্গার প্রিন্ট চালু।।

নিউজ ডেস্কঃ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে আজ শুক্রবার সকাল থেকে পরীক্ষামূলকভাবে ভারত-বাংলাদেশ যাতয়াতকারী পাসপোর্ট যাত্রীদের ফিঙ্গার প্রিন্ট নেয়ার কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এখানে কর্মরত অফিসাদের প্রশিক্ষণ দেয়া হয়। আজ শুক্রবার সকাল থেকে ফিঙ্গার প্রিন্টের কার্যক্রম শুরু হয়েছে। তবে ইমিগ্রেশনের বহির্গমন বিভাগে ৭টি এবং আগমনী বিভাগে ৩টি ফিঙ্গার প্রিন্টের মেশিন স্থাপন করা হলেও পরীক্ষামূলকভাবে বহির্গমন বিভাগে মাত্র দুটি মেশিন চালু করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে সব মেশিনে ফিঙ্গার প্রিন্ট চালু হবে। আজ শুক্রবার সকালে ভারতগামী পাসপোর্ট যাত্রী ছায়া রানী,রফিকুল ইসলাম,রুমা বেগম এবং ঈশরাত জাহান জানান,ফিঙ্গার প্রিন্টের কার্যক্রম বেশ ভাল লাগছে। নিজের পাসপোর্টটি সঠিক থাকবে এমন প্রত্যাশা সকলের। তাই এ কার্যক্রম খুবই ভাল বলে মনে হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি ওমর শরীফ নিউজ৭১ ডটকমকে জানান,আজ শুক্রবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত এ পথে ভারত-বালাদেশ যাতায়াতকারী যাত্রীর সংখ্যা ছিল ১০ হাজার ২৫ জন। ইমিগ্রেশনে ফিঙ্গার প্রিন্টের কার্যক্রমের জন্য ১০টি মেশিন স্থাপন করা হয়েছে। পরীক্ষামূলকভাবে আজ শুক্রবার সকালে মাত্র ২টি মেশিন চালু করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সব কটি চালু করার কার্যক্রম চলছে। এটি চালু হলে জাল পাসপোর্ট বন্ধ হবে,তালিকাভুক্ত আসামিরা দেশ থেকে পালিয়ে যেতে পারবে না। তা ছাড়া ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনেও ফিঙ্গার প্রিন্টের মেশিন স্থাপন করা হয়েছে । অতি সত্বর তাদের সবগুলো ডেস্কে এ প্রযুক্তি চালু হবে । দু-দেশে একই সঙ্গে কার্যক্রম চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন