News71.com
 Bangladesh
 09 Dec 17, 04:18 AM
 1438           
 0
 09 Dec 17, 04:18 AM

শীতের বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা খুলনার মাইলমারা-মাইঠভাঙ্গা নির্মানাধীন সড়কের ।  

শীতের বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা খুলনার মাইলমারা-মাইঠভাঙ্গা নির্মানাধীন সড়কের ।   

মিথুন কুমার মণ্ডলঃ মাঘের শীতে দুই দিনের ঝিরঝিরে বৃষ্টিতে গ্রামীন জীবন দুর্বিসহ হয়ে উঠেছে মানুষের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় বিভিন্ন গ্রাম এলাকায় চলছে নতুন রাস্তাঘাট নির্মান কাজ। আর এই অসময়ের বৃষ্টিতে সয়লাব এই নির্মানাধীন সড়ক । কাদা জলে একাকার হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বিস্তীর্ণ এলাকা । বর্তমানে কাজ চলছে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মাইলমারা-মাইঠভাঙ্গা সড়ক উন্নয়নের।দীর্ঘ ১ কিলোমিটার রাস্তাটি প্রায় ১০ ফুট চওড়া গর্ত করে রাঁখা।গত প্রায় দুই মাস যাবত রাস্তার সংস্কার কাজ চলছে।পুরা রাস্তার ইট তুলে ড্রেন খুড়ে রাস্তার লেভেলিং কাজ চলছে। এরমধ্য মাঘ মাসের এই শীতের বৃষ্টিতে রাস্তার দুর্বিসহ অবস্থা সৃষ্টি করছে।বর্তমানে ড্রেন খুড়ে রাখার জন্য রাস্তার ড্রেনের ভিতর হাটু সমান জল জমেছে। মাইলমারা গ্রামের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ন । এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে। তারউপর চলতি আমন মৌসুমে এই সড়ক দিয়ে কৃষকরা পাকা ধান ও সবজি পরিবহন করে । সব মিলিয়ে সাধারণ মানুষের চলাচল দুর্বিসহ ও বিপর্যস্ত হয়ে পড়েছে ।


মাইলমারা গ্রামের মৃন্ময় মণ্ডল জানান, ২ দিন ধরে ঝিরঝির বৃষ্টির কারণে রাস্তার হাটু সমান পানি থাকায়,গ্রামের মানুষ দুর্বিসহ ও বিপর্যস্ত অবস্থায় চলাচল করছে রাস্তা দিয়ে।মানুষ ঘরের বাইরে যেতে পারছে না,কর্ম ক্ষেত্রে বাঁধা সৃষ্টি হচ্ছে।ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে যেতে পারছে না।মূল রাস্তা দিয়ে আসা যাওয়া করা যাচ্ছে না।রাস্তার পরে কাঠের পুল দিয়ে,কলা গাছ দিয়ে চলাচল করছে।কৃষকরা নিয়মিত শাক সবজি বাজারে নিতে পারছে না।এতে করে আগামী আমন মৌসুমে কৃষকের ধান তুলতে সমস্যা হবে।তিনি আরও জানান,রাস্তা খোঁড়ার পর রাস্তার মাটি ও ইট দুই পাশ দিয়ে রাখার জন্য চলাচল করা যাচ্ছে না।সে কারণে মানুষ বিভিন্ন জায়গা ঘুরে ঘরবাড়ির আসপাশ দিয়ে চলাচল করছে।এতে করে সময় অনেক লাগছে।১০ মিনিটের রাস্তা, ৪০ থেকে ৪৫ মিনিট লাগছে।গ্রামের সাধারণ মানুষ অসহায় জীবনযাপন করছে। স্থানীয় ভূক্তভোগীরা ভোগান্ত লাঘবে সরকারের কাছে দ্রুত রাস্তাটি সংস্কার কাজ দাবি করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন