News71.com
 Bangladesh
 13 Apr 18, 11:22 AM
 1017           
 0
 13 Apr 18, 11:22 AM

জামিনে মুক্তি পেল আত্মসমর্পণ করা সুন্দরবনের ১৭ বনদস্যু।।

জামিনে মুক্তি পেল আত্মসমর্পণ করা সুন্দরবনের ১৭ বনদস্যু।।

নিউজ ডেস্কঃ সুন্দরবনের বনদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করা বনদস্যু ডন ও ছোট সুমন বাহিনীর ১৭ সদস্য বাগেরহাট কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলুর হক গতকাল বৃহস্পতিবার বিকালে তাদের জামিন মঞ্জুর করেন। আজ শুক্রবার তারা বাগেরহাট কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। জামিনে কারাগার মুক্ত বনদস্যুদের মধ্যে রয়েছে,বনদস্যু ডন বাহিনীর প্রধান মো. মেহেদী হাসান, মো. খলিলুর রহমান, মো. সাইফুল্লা, মো. আবুল হোসেন ইসলাম, মো. আজিজুর ইসলাম, জয়ন্ত বিশ্বাস, মো. শাহজাহান, মো. আব্দুর রহমান শেখ, মো. মাহমুদুল হাসান, বনদস্যু ছোট সুমন বাহিনীর প্রধান মো. সুমন হাওলাদার, মো. লুৎফর শেখ, মো. ভুট্টো বয়াতি, মো. আ. সামাদ মোল্লা, মো. রিয়াজ শেখ, মো. ইয়াসিন শেখ, মো. তরিকুল হাওলাদার ও মো. সিদ্দিক হাওলাদার। এর আগে গত ১ এপ্রিল বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে আনুষ্ঠানিক ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে ২৮টি দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ৮১ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করে বনদস্যু ডন,ছোট জাহাঙ্গীর ও ছোট সুমন বাহিনীর ২৭ সদস্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন