News71.com
 Bangladesh
 09 May 18, 11:00 AM
 996           
 0
 09 May 18, 11:00 AM

খুলনা সিটি নির্বাচনে জাপার মেয়র প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ।।  

খুলনা সিটি নির্বাচনে জাপার মেয়র প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ।।   

নিউজ ডেস্কঃ খুলনায় জাতীয় পার্টির মেয়র প্রার্থী সফিকুর রহমান মুশফিকের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে। একই সাথে তার ব্যবহৃত এনআইডি (জাতীয় পরিচয়পত্র) যাচাই-বাছাইয়ের দাবি জানানো হয়েছে। আজ দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দুর্বৃত্তদের গুলিতে নিহত মহানগর জাপা’র সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেমের ভাইপো শেখ মনিরুজ্জামান এলু। তবে সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার সময় জাপা মেয়র প্রার্থীর সমর্থকদের হাতে মারধরের শিকার হয়েছেন এলু। সংবাদ সম্মেলনে এলু বলেন,১৯৯৫ সালের ২৫ এপ্রিল আবুল কাশেম দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। ওই হত্যা মামলায় মেয়র প্রার্থী মুশফিক এজাহারভুক্ত অন্যতম আসামি। কিন্তু প্রভাব বিস্তার করে ওই মামলার বিচারকাজ স্থগিত করা হয়েছে। এছাড়া জাতীয় পার্টির দলীয় মনোনয়নপত্রে এসএম মুশফিকুর রহমানকে মনোনয়ন দেয়া হলেও হলফনামায় তিনি নিজেকে এসএম সফিকুর রহমান বলে দাবি করছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে সফিউর রহমান মুশফিক পাল্টা প্রশ্ন তুলেছেন হত্যা মামলার আসামি হলে আমি কিভাবে নির্বাচন করছি। আর এনআইডিতে নামের ভুল হয়েছে জানিয়ে তিনি তা’ সংশোধনের আবেদন করেছেন বলে জানান।

পোলিং অফিসারদের প্রশিক্ষণ: এদিকে আজ থেকে খুলনায় সিটি নির্বাচনে পোলিং অফিসারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। খুলনা বিএল কলেজে প্রশিক্ষণের প্রথমদিনে প্রায় দেড় হাজার পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হয়। রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানান,তিনদিনে প্রায় ৫ হাজার পোলিং পার্সনদের প্রশিক্ষণ দেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন