News71.com
 Bangladesh
 08 Sep 18, 04:11 PM
 1112           
 0
 08 Sep 18, 04:11 PM

খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ।।

খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ।।
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আজ শনিবার খুলনায় বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। তিনি বলেন, দেশে সাক্ষরতার হার বেড়েছে কিন্তু খুলনা অঞ্চল পিছিয়ে রয়েছে। এই পিছিয়ে পড়া খুলনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে সকলকে। সাক্ষরতার মাধ্যমে জ্ঞান অর্জনের দ্বার উন্মুক্ত হয়, যা পরবর্তীতে জীবনব্যাপী শিক্ষার সুযোগ তৈরি করে । অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে এসময় আরও বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের উপপরিচালক নিভা রানী পাঠক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারি পরিচালক হীরক কুমার বিশ্বাস ও মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর। এর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে এসে শেষ হয়। র্যালিতে এনজিও প্রতিনিধি, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন