News71.com
 Bangladesh
 29 Dec 18, 12:39 PM
 1056           
 0
 29 Dec 18, 12:39 PM

খুলনায় ১৫৭ কেন্দ্রে ইভিএম'র ভোটগ্রহন॥ভোটকক্ষ বেড়েছে ৬৮টি  

খুলনায় ১৫৭ কেন্দ্রে ইভিএম'র ভোটগ্রহন॥ভোটকক্ষ বেড়েছে ৬৮টি   

নিউজ ডেস্কঃ একাদশ সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে এবার ১৫৭টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে ভোট প্রদান করবেন ২ লাখ ৯৪ হাজার ১১৬ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৪৫ জন ও নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৩৭১ জন।

এদিকে ইভিএমে স্বতঃস্ফুর্তভাবে ভোটগ্রহনের জন্য ৬৮টি ভোটকক্ষ বাড়ানো হয়েছে। এর ফলে খুলনা-২ আসনে ভোটকক্ষ বেড়ে হয়েছে ৭২০টি। এর আগে গত ২৯ নভেম্বর ভোটকক্ষের সংখ্যা নির্ধারণ করা হয় ৬৫২টি। জানা যায়, ইভিএমের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ১৫৭টি কেন্দ্রে ১৫৭ জন প্রিসাইডিং অফিসার, ৭২০টি বুথে ৭২০ জন সহকারি প্রিসাইডিং অফিসার ও ১৪৪০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন বলেন, প্রতিটি কেন্দ্রে ইভিএম'র টেকিনিক্যাল সবকিছু পরীক্ষা করে দেখা হয়েছে। ভোটের দিন ভোটাররা স্বাচ্ছন্দে ইভিএমে ভোটপ্রদান করতে পারবেন। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের পাশাপাশি চারস্তরের নিরাপত্তা থাকবে। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে বিজেবি, সেনাবাহিনী ও কোষ্টগার্ড মাঠে থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন