bangladesh
 31 Dec 18, 06:05 AM
 90             0

যশোরের তালবাড়িয়া থেকে অস্ত্র ও গুলিসহ দুই তরুণ আটক ।।

যশোরের তালবাড়িয়া থেকে অস্ত্র ও গুলিসহ দুই তরুণ আটক ।।

নিউজ ডেস্কঃ যশোর সদরের তালবাড়িয়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই তরুণকে আটক করেছে পুলিশ। তারা হলো কাশেম মাস্টারের ছেলে তুহিন (৩৫) ও একই এলাকার আতিকুল ইসলামের ছেলে মঈন (৩৬)। আজ রবিবার (৩০ ডিসেম্বর) সকালে তারা ধরা পড়ে । যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শারমিন সুলতানা জানান, সকালে বিজিবির একটি টহল দল তালবাড়িয়া এলাকার তুহিন (৩৫) ও মঈনকে (৩৬) আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, একটি শটগান ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই শারমিন সুলতানা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')