bangladesh
 10 Jan 19, 01:40 PM
 74             0

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত।।

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত।।

নিউজ ডেস্কঃ খুলনায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষে আব্দুর রহমান গাজী (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শরিফুলসহ দু’জন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রহমানের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার বরুলিয়া এলাকায়। তিনি চুকনগর কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্র ছিলেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, সকালে তিনজনকে নিয়ে মোটরসাইকেলে করে চুকনগর কলেজে আসছিলেন আব্দুর রহমান। চুকনগরের জ্যোতিন-কাশেম সড়কের ব্রিজের উপর উঠতে গেলে সামনে থেকে একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমান নিহত হন। এসময় আহত হন শরিফুলসহ দু’জন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')