bangladesh
 20 Jan 19, 02:52 PM
 60             0

খুলনার পাইকগাছায় বাস-নছিমন সংঘর্ষে এক শিশু নিহত ।।  

খুলনার পাইকগাছায় বাস-নছিমন সংঘর্ষে এক শিশু নিহত ।।   

নিউজ ডেস্কঃ খুলনার পাইকগাছায় বাস-নছিমন মুখোমুখি সংঘর্ষে আল-আমিন নামে ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার দুপুরে পাইকগাছা-খুলনা সড়কের আগড়ঘাটা মোড়ে। পুলিশ বাস ও নছিমন জব্দ করেছে ।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লস্কর ইউপির চর খড়িয়া গ্রামের ইটভাটা শ্রমিক মিজান গাজী নছিমনযোগে তার পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পাইকগাছা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী খুলনা-ব-৬৪১ গাড়িটি দ্রুতগতিতে আগড়ঘাটা মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে নছিমনে থাকা মিজান গাজীর শিশুপুত্র আল-আমিন ঘটনাস্থলে নিহত হয়। মিজান ও তার ভাই ফজলু মারাত্মকভাবে আহত হয়। পুলিশের এসআই মহিউদ্দীন আহমেদ ও লিটন বিশ্বাস ঘটনাস্থল থেকে বাস ও নছিমন জব্দ করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। কর্তব্যরত চিকিৎসকরা আহতদের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')