bangladesh
 31 Jan 19, 04:49 AM
 97             0

যশোরের দূর্বাডাঙ্গায় ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরন॥  

যশোরের দূর্বাডাঙ্গায় ব্র্যাক ইউপিজি কর্মসূচির আওতায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরন॥   

নিউজ ডেস্কঃ সারা দেশে চলছে চলতি বছরের শেষ শৈত্যপ্রবাহ। বাড়ছে শীত,কনকনে হাড় কাপানো শৈত্যপ্রবাহ। খেটে খাওয়া,দিনমজুর ও আর্থিক অনটনে থাকা মানুষদের জন্য এই শীত বয়ে আনছে আরো বেশি দূর্ভোগ। শীত বস্ত্র বিতরণের চলমান কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলার মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের পাড়ালা গ্রামের পাড়ালা গ্রাম সামাজিক শক্তি কমিটির আয়োজনে ব্র্যাক ইউপিজি কর্মসূচির অতিদরিদ্র সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরন করা করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মো:ওবায়দুর রহমান,সেক্রেটারী সাজেদা বেগম,ক্যাশিয়ার মো:সিদ্দিকুর রহমান ওঅন্যান্যরা। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক নেহালপুর শাখার ইউপিজি কর্মসূচির শাখাব্যবস্থাপক শংকর চন্দ্র মন্ডল, কর্মসূচি সংগঠক সমরেশ মন্ডল,লাইলী খাতুন,রবিউল ইসলামও শিউলি খাতুন।

ব্র্যাকের যশোরের নেহালপুর শাখার ইউপিজি কর্মসূচির শাখাব্যবস্থাপক শংকর চন্দ্র মন্ডল নিউজ৭১ ডটকম”কে বলেন, ব্র্যাক ইউপিজি কর্মসুচির মুল উদ্দেশ্য অতিদরিদ্র সদস্যদের সামাজিক, অর্থনৈতিক ও মানসিক অবস্থার উন্নয়ন ঘটানো।আমাদের সমাজে যেমন অতিদরিদ্র মানুষ আছে তেমনি বিত্তবান মানুষের সংখ্যাও কম নয়।দরিদ্র মানুষের শীতের কষ্ট উপলব্দি করেই এ শীতে অতিদরিদ্র সদস্যদের একটু উষ্ণতা দিতেইগ্রাম সামাজিক শক্তি কমিটির এই আয়োজন। তিনি আরও বলেন, হতদরিদ্র মানুষের পাশে আমাদের সকলের সবসময় দাঁড়ানো উচিত।তাই পাড়ালা সামাজিক শক্তি কমিটির আয়োজনে ব্র্যাক ইউপিজি কর্মসুচির অতিদরিদ্র সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরন করেছেন।এটি একটি সেবামুলক কাজ,সেবার জন্য চাই মানবিকতা,আর এই মানবিক কার্যক্রমে সবার সহযোগিতা প্রয়োজন।আর এই আদর্শকে ধারন করে গ্রাম সমাজিক শক্তি কমিটি আরও নুতন নুতন কর্মসূচি গ্রহন করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')