bangladesh
 07 Feb 19, 11:12 AM
 34             0

কুষ্টিয়ায় মাটি চাপা পড়ে ২ শিশুর মৃত্যু।।  

কুষ্টিয়ায় মাটি চাপা পড়ে ২ শিশুর মৃত্যু।।   

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গোড়দহ খালপাড়ায় খেলার সময় মাটি নীচে চাপা পড়ে দুই শিশু ঘটনাস্থলেই মারা গেছে। গুরুতর আহত হয়েছে আরেক শিশু। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, গোড়দহ গ্রামের মন্টু মণ্ডলের ছেলে আকাশ (১২) ও মৃত হাশেমের ছেলে তারিকুল (১২)। আহত শিশুটির নাম লিখন (১০), সে একই গ্রামের নাসিরের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, আকাশ, তারিকুল ও লিখন নামের তিন শিশু তাদের প্রতিবেশী মসলেম মণ্ডলের ছেলে আয়নালের জমির উচু মাটির টিলার নীচে খেলা করছিল। হঠাত্ই উচু মাটির টিলার একাংশ ভেঙে পড়ে ওই তিন শিশুর উপর। এলাকাবাসী মাটি সরিয়ে উদ্ধার করার আগেই আকাশ ও তরিকুল মারা যায়। তারপরও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')