bangladesh
 12 Mar 19, 05:32 AM
 27             0

৯ দফা দাবি আদায়ে খুলনায় পাটকল শ্রমিকদের ধর্মঘট চলছে, উৎপাদন বন্ধ

৯ দফা দাবি আদায়ে খুলনায় পাটকল শ্রমিকদের ধর্মঘট চলছে, উৎপাদন বন্ধ

নিউজ ডেস্কঃ বকেয়া মজুরি, মজুরি কমিশন, গ্রাইচুইটি, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে ২৪ ঘন্টার ধর্মঘট শুরু করেছে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে খুলনাসহ দেশের ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকলে একসঙ্গে এ ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনা-যশোর অঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, দৌলতপুর, খালিশপুর, আটরা শিল্প এলাকার ইস্টার্ন, আলিম এবং নওয়াপড়া শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং মিলের মজুরি কমিশনসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছে।

এর আগে ৯ দফা বাস্তবায়নের দাবিতে পাটকল শ্রমিক লীগ নেতারা প্রত্যেকটি মিলের সিবিএ ও নন-সিবিএ নেতাদের সঙ্গে বৈঠক করে সাতদিনের আন্দোলন কর্মসূচির ডাক দেয়। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ মার্চ থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল এবং ২৪ মার্চ ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। নেতৃবৃন্দ বলেন, খুলনা অঞ্চলের পাটকলগুলোতে শ্রমিকদের ৬ সপ্তাহের মজুরি ও কর্মচারীদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া মজুরি কমিশন, গ্রাইচুইটি, পিএফ’র টাকা ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করলেও তা’ বাস্তবায়িত হয়নি। এ ধর্মঘটে খুলনাঞ্চলের প্রায় স্থায়ী-অস্থায়ী ৩৫ হাজার শ্রমিক মিলের উৎপাদন বন্ধ রেখে এ আন্দোলনে অংশগ্রহণ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')