News71.com
 Bangladesh
 21 Mar 19, 05:40 AM
 1023           
 0
 21 Mar 19, 05:40 AM

বেনাপোল বন্দরে বিপুল ভারতীয় পণ্যসহ ট্রাক আটক॥

বেনাপোল বন্দরে বিপুল ভারতীয় পণ্যসহ ট্রাক আটক॥

নিউজ ডেস্ক: বেনাপোল স্থলবন্দরে চোরাচালানের মাধ্যমে আসা ৬৫১ কার্টুন জিলেট ফোমসহ একটি ভারতীয় ট্রাক আটক করা হয়েছে। ভারতীয় পণ্যবাহী ট্রাকটি বাংলাদেশে গত ১৩ মার্চ প্রবেশের পর থেকে বেনাপোল কাস্টমের ইনভেস্টিগেশন রিচার্চ এন্ড ম্যানেজমেন্ট টিমের (আইআরএম) নজরে রাখে।বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বুধবার বিকাল সাড়ে ৪টায় স্থানীয় সিএন্ডএফ এজেন্টস ও সাংবাদিকদের বলেন, ভারতীয় ট্রাকটি ৯নং শেডে কিছু পণ্য খালাস করে।বাকি পণ্য নিয়ে বেনাপোল বন্দরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। এতে কাস্টমের আইআরএম টিম নিশ্চিত হয় যে ট্রাকে রাখা অবশিষ্ট মালের কোন কাগজপত্র নেই। বিষয়টি বুঝতে পেরে ভারতীয় ট্রাকটি বেনাপোল বন্দরের ১নং শেডের সামনে ফেলে রেখে চালক পালিয়ে যায়।এরপর বাংলাদেশী চালকদের সহায়তায় ট্রাকটি বেনাপোল কাস্টমস হাউজে আনা হয়। স্থানীয় সাংবাদিকের উপস্থিতিতে আটককৃত ট্রাকটির তালা ভেঙ্গে পণ্য গণনা করা হয়। এতে ৬৫১ কার্টুনে মোট ৭৮১২টি জিলেট শেভিং ফোম পাওয়া যায়। যার শুল্কায়ন ওজন ৩২৬৫.৪১৬ কেজি। আটককৃত ট্রাকসহ পণ্য চালানের মূল্য প্রায় পঞ্চাশ লাখ টাকা।বেনাপোল বন্দরের ৯নং শেডে খোঁজ নিয়ে জানা যায়, ট্রাকটিতে একটি মেনিফেষ্টের মাধ্যমে তিনটি পণ্যের চালান আনা হয়।

কাস্টম কমিশনার বেলাল হোসোইন চৌধুরী বলেন, একটি অসাধু চক্র অভিনব কৌশলে সরকারের রাজস্ব ফাঁকি দেবার অপচেস্টা করছে। যার জন্য জাতীয় উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে।কমিশনার অব কাস্টমের চৌকস আইআরএম টীম এই ধরনের রাজস্ব ফাঁকির অপচেষ্টাকে নস্যাৎ করে দিচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে ২৪/৭ হিসেবে নিরলস কাজ করছে।তিনি আরো জানান, এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আটককৃত ভারতীয় ট্রাক ও পণ্য নিলামে বিক্রি করা হবে।বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যসোসিয়েশন এর সভাপতি মফিজুর রহমান স্বজন বলেন, যারা এ ধরনের নো এন্ট্রির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন