Bangladesh
 25 Jun 20, 10:57 AM
 74             0

খুলনায় করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত সনাক্তের রেকর্ড॥

খুলনায় করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত সনাক্তের রেকর্ড॥

নিউজ ডেস্কঃ খুলনায় গত একদিনে আরো ১৫৬ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। এ নিয়ে খুলনায় মোট করোনা আক্রান্ত হলেন ১৩৬২ জন ও মারা গেছেন ১৮ জন।বুধবার (২৪জুন) রাতে খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতাল থেকে এসব তথ্য জানা গেছে।খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বুধবার খুমেকের পিসিআর ল্যাবে ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ৩৫০টি। এর মধ্যে ১৭২টি রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা জেলার নতুন করে শনাক্ত হলেন ১৫৬ জন এবং ফলোআপ রিপোর্ট ৮টি। এছাড়া নড়াইলের এক জন, বাগেরহাটের চার জন ও যশোরে তিন জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

এদিকে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, নগরীর দৌলতপুর থানার পাবলা কবীর বটতলা এলাকার এক করোনা রোগীকে (৫৬) গত ২০ জুন না হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।নগরীর টুটপাড়া দিলখোলা রোডের অপর এক ব্যক্তিকে (৫৪) গত ২০ জুন করোনা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ১১টায় তার মৃত্যু হয়েছে।তিনি জানান, এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাগেরহাটের ফকিরহাটের এক বৃদ্ধ (৭০) এবং বুধবার সকাল সাড়ে ৬টায় নগরীর শেখপাড়া এলাকার অপর এক বৃদ্ধের (৭২) মৃত্যু হয়।এ নিয়ে খুলনায় করোনা আক্রান্ত ১৮ জনের মৃত্যু হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')