News71.com
 Bangladesh
 25 Jul 20, 07:59 PM
 845           
 0
 25 Jul 20, 07:59 PM

খুলনা নিউমার্কেট দোকান কর্মচারীদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ॥

খুলনা নিউমার্কেট দোকান কর্মচারীদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ॥

খুলনা অফিসঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (শনিবার) সকালে নগরীর কেডিএ নিউমার্কেট চত্বরে নিউমার্কেট দোকান মালিক সমিতির ছয়শত ৪৯ কর্মচারীর মাঝে আট কেজি করে চাল বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুর্যোগে সাধারণ জনগণকে খাদ্যসামগ্রী ও বিভিন্ন ধরণের প্রণোদনা দিয়ে যাচ্ছেন। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক হলো প্রধান সুরক্ষা উপায়। সরকার করোনাকালে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। মেয়র কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশনা, জনসমাগম এড়িয়ে চলা এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহবান জানান।


খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, নিউমার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুর রহমান গোরা প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল গফ্ফার বিশ^াস এতে সভাপতিত্ব করেন। পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক শিরোমণি চক্ষু হাসপাতালে এক মতবিনিময় সভায় যোগদান করেন এবং হাসপাতাল চত্ত্বরে মুজিববর্ষ উপলক্ষে গাছের চারা রোপণ করেন। এসময় ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলী, চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রব প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন