News71.com
 Bangladesh
 29 Nov 20, 11:15 AM
 700           
 0
 29 Nov 20, 11:15 AM

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিদের ভরাডুবি।।

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিদের ভরাডুবি।।

 

নিউজ ডেস্কঃ যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপিপন্থিদের ভরাডুবি হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি প্রার্থী কাজী ফরিদুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মহাজোট সমর্থিত কাদের-শাহীন পরিষদের শাহানুর আলম শাহীন। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সমিতির এক নম্বর ভবন মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। নির্বাচনে সমিতির চারশ' ৭৪ জন ভোটারের মধ্যে ৪৬৩জন কেন্দ্রের আটটি বুথে ভোট দিয়েছেন। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ২৬ জন সরাসরি দু'টি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দু'টি হলো মহাজোট সমর্থিত কাদের-শাহীন পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ময়না-গফুর পরিষদ। এর বাইরে গণতান্ত্রিক আইনজীবী সমিতি থেকে শুধুমাত্র সভাপতি পদে প্রার্থী ছিলেন বারের একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী ফরিদুল ইসলাম। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসমত হাসার বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে কাজী ফরিদুল ইসলাম ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মহাজোট সমর্থিত গাজী আব্দুল কাদির। তিনি ভোট পেয়েছেন ১৫৪টি।সাধারণ সম্পাদক পদে মহাজোট সমর্থিত শাহানুর আলম শাহীন ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এম এ গফুর পেয়েছেন ১৭০ ভোট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন