News71.com
 Bangladesh
 01 Apr 21, 11:39 AM
 624           
 0
 01 Apr 21, 11:39 AM

খুলনায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত॥

খুলনায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত॥

নিউজ ডেস্কঃ খুলনার পাইকগাছা ও দাকোপে বেড়ি বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে গতকাল বুধবার পাইকগাছার সোলাদানা পাটকেলপোতা এলাকায় শিবসা নদীর তীরে ভাঙ্গন দেখা দিয়েছে। যে কোন মুহূর্তে শিবসা নদীর বেড়ি বাঁধ ভেঙ্গে গোটা এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। এছাড়া দাকোপে পানি উন্নয়ন বোর্ডের ৩১নং পোল্ডারের পানখালী খলিষা এলাকায় তিনশ’ মিটার বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গতকাল বুধবার ওই স্থান দিয়ে নদীর পানি ঢুকে পানখালী ও চালনা পৌর এলাকার চারটি গ্রামে ফসলের মাঠ লবন পানিতে তলিয়ে যায়। এতে চাষিদের আনুমানিক এক হাজার বিঘা জমির ধানসহ তরমুজ ও সবজির ক্ষতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের এস.ও ফরিদ উদ্দীন জানান, হঠাৎ করে অস্বাভাবিক জোয়ারে প্রায় দুই ফুট পানি নদীতে বৃদ্ধি পাওয়ায় এ ভাঙ্গন দেখা দিয়েছে। এদিকে স্থানীয় উদ্যোগে দাকোপে বাঁধ মেরামত কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস ঘটনাস্থলে থেকে বাঁধ নির্মান কাজ তদারকি করেন। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন