News71.com
 Economy
 11 May 22, 08:39 PM
 427           
 0
 11 May 22, 08:39 PM

৩৮০০ লিটার সয়াবিন তেল জব্দের পর প্রতি লিটার ১৬০ টাকায় বিক্রি ।।

৩৮০০ লিটার সয়াবিন তেল জব্দের পর প্রতি লিটার ১৬০ টাকায় বিক্রি ।।

নিউজ ডেস্কঃ বাগেরহাটে শহরের তেলপট্টীর শ্রী ভান্ডারের মালিক তেল মজুতকারী মদন সাহা খুঁজে পায়নি কোনো ক্রেতা। মদন ভ্রাম্যমাণ আদালতকে জানিয়েছেন, ক্রেতা খুঁজে না পাওয়ায় ফ্রেস ও পুষ্টি ব্রান্ডের লিটার প্রতি ১৬০ টাকা মূল্যের ৩ হাজার ৮০০ লিটার সয়াবিন তেল গুদামে অবিক্রীত রয়ে গেছে।

মদনের দাবি মিথ্যা প্রমাণ করেছেন বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ ইমরানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। মুহূর্তেই ৩ হাজার ৮০০ লিটার সয়াবিন তেল কিনে নিয়েছে সাধারণ ক্রেতারা।

বুধবার (১১ মে) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে রাখার অপরাধে ব্যবসায়ী মদন সাহাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার মুদি ব্যবসায়ী সুভাস পাল ও রবীন পালকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন