News71.com
 Bangladesh
 13 Feb 18, 07:08 AM
 1141           
 0
 13 Feb 18, 07:08 AM

দেশ শতভাগ বিদ্যুতায়নের পথে।।তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী পলক    

দেশ শতভাগ বিদ্যুতায়নের পথে।।তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী পলক      

নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশ শতভাগ বিদ্যুতায়নের কাঙ্খিত লক্ষ্য অর্জনের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। বিদ্যুৎসেক্টরে বিশেষ উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ফলে এই লক্ষ্য অর্জন সম্ভব হচ্ছে। আজ মঙ্গলবার নাটোরের সিংড়া উপজেলার আফতাবনগর ও সারদানগর গ্রামের ১৫৫ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান উপলক্ষে আফতাবনগর মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন,বিগত দিনে সিংড়া উপজেলায় লোডশেডিং এর কারণে কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত ছিল। মাত্র ২৩ হাজার পরিবারে বিদ্যুৎ ছিল। গ্রামের পর গ্রাম অন্ধকারে নিমজ্জিত ছিল। ডাকাতের অভয়ারন্য ছিল। সে চলনবিলের মানুষ এখন শান্তিতে ঘুমায়। আমরা মাত্র ৯ বছরে সিংড়ার ৪৮ হাজার পরিবার আলোকিত করেছি। ছাতারদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে বিদ্যুতায়ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ ও ছাতারদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন আকন্দ। পরে প্রতিমন্ত্রী বেশকিছু উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন