News71.com
 Bangladesh
 14 Feb 18, 03:31 AM
 1069           
 0
 14 Feb 18, 03:31 AM

আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে রাজশাহী নগর পুলিশের নতুন ৮ থানার কার্যক্রম।  

আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে রাজশাহী নগর পুলিশের নতুন ৮ থানার কার্যক্রম।   

নিউজ ডেস্কঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চারটি থানাকে ভেঙে নতুনভাবে ১২টি থানা করা হচ্ছে। নতুন আটটি থানার কার্যক্রম আগামী ১ মার্চ শুরু হবে।আগামী ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন থানাগুলোর উদ্বোধন করবেন।আজ বুধবার দুপুরে আরএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মাহাবুবর রহমান এ তথ্য জানান।সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মাহাবুবর রহমান বলেন, ক্রমবর্ধমান চাহিদার কথা ভেবে আরএমপির চার থানাকে ভেঙে ১২টি থানা করা হচ্ছে।আরএমপির চার থানার বর্তমান আয়তন ২০৩ বর্গ কিলোমিটার।নতুন চন্দ্রিমা, কাশিয়াডাঙ্গা, কর্ণহার, দামকুড়া, কাটাখালী, বেলপুকুর, বিমানবন্দর ও পবা থানার কার্যক্রম শুরু হলে আরএমপির আয়তন হবে ৯০০ বর্গ কিলোমিটার।

ডিভিশনগুলো হলো- ডিসি (বোয়ালিয়া), ডিসি (কাশিয়াডাঙ্গা), ডিসি (মতিহার), ডিসি (শাহ মখদুম)। আর বোয়ালিয়া জোনের মধ্যে থাকবে রাজপাড়া , চন্দ্রিমা ও রাজপাড়া থানা। কাশিয়াডাঙ্গা ডিভিশনে থাকবে কাশিয়াডাঙ্গা, কর্ণহার, দামকুড়া থানা। মতিহার জোনের মধ্যে থাকবে মতিহার, কাটাখালী ও বেলপুকুর থানা। ডিসি শাহ মখদুমের অধীন থাকবে শাহ মখদুম, বিমানবন্দর ও পবা থানা।সংবাদ সম্মেলনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান বলেন,বর্তমান থানার চেয়ে এতো বেশি সংখ্যক থানা একসঙ্গে বাড়ানো পুলিশের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। আশা করছি আমাদের জনবল দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত ও আইনি সেবা দেওয়া সম্ভব হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন