News71.com
 Bangladesh
 21 Mar 18, 06:05 AM
 1080           
 0
 21 Mar 18, 06:05 AM

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন।।

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হাউসনগরের একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড,প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা-অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রামের মৃত ভোগুরুদ্দীনের ছেলে আব্দুর রহমানের স্ত্রী শাহারবানু (৪৪), তার ছেলে আব্দুল হাকিম (২৫), তাদের আত্মীয় সাজুরুদ্দীনের ছেলে রিয়াজুল ইসলাম (৫২), মতিউর রহমান (৪০), হাবিবুর রহমান (৩৫) ও এরফান আলীর স্ত্রী হাজেরা বেগম (৪০)। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা মামলার বরাত দিয়ে জানান,আব্দুর রহমানের স্ত্রী শাহারবানু তার ভাই মতিউর রহমানকে ৭০ হাজার টাকা ধার দেয়। সেই টাকা ফেরত দিতে অনিহা প্রকাশ করে মতিউর। এ নিয়ে আব্দুর রহমানের সঙ্গে তাদের মনোমালিন্য হয়। এর জের ধরে ২০১২ সালের ২ ফেব্রুয়ারি রাত ১১টায় আব্দুর রহমানের স্ত্রী,ছেলে ও অন্যান্য আত্মীয়-স্বজন মিলে আব্দুর রহমানকে স্বাসরোধ করে হত্যার পর লাশ একটি আম গাছে ঝুলিয়ে রাখে। পরদিন স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ওই দিনই নিহত আব্দুর রহমানের ভাই রফিকুল ইসলাম ছয়জনকে অভিযুক্ত করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন