News71.com
 Bangladesh
 03 Apr 18, 10:04 AM
 1052           
 0
 03 Apr 18, 10:04 AM

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুই মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন।।

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুই মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন।।

 

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুই মাদক মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাথানপাড়া গ্রামের জার্দেশ আলীর ছেলে বিশু আলী (৩২),একই উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে শামসুদ্দিন (৫২) এবং একই ইউনিয়নের চর হরিসপুর গ্রামের কশিম উদ্দিনের ছেলে মো. রহিম (৩৫)। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আঞ্জুমান আরা মামলার বিবরণ দিয়ে জানান,২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আজিবুর রহমানের বাঁশবাগানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ বিশুকে আটক করে র্যা ব। ওই ঘটনায় র্যািবের কর্মকর্তা বেলাল হোসেন বাদী হয়ে নবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

অন্যদিকে,২০১৬ সালের ৯ মার্চ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৮০০ গ্রাম হেরোইনসহ শামসুদ্দিন ও রহিমকে আটক করে র্যা ব। ওই ঘটনায় র্যাবব কর্মকর্তা সাজ্জাদ হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। দুই মামলার তদন্ত শেষে আটক তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন। সাক্ষ্য প্রমাণাদি ও যুক্তিতর্ক শেষে আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়াউর রহমান তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন