bangladesh
 17 May 18, 11:11 AM
 239             0

সিরাজগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২।।

সিরাজগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের তাড়াশে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৮) ও গোপিন্দ্রনাথ গোপী (৪২) নামের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের দুলাল আহমেদের ছেলে এবং গোপিন্দ্রনাথ গোপী ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামের মৃত. রবিন্দ্রনাথ রবির ছেলে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,যাত্রীবাহী বাসটি চুয়াডাঙ্গায় যাওয়ার পথে খালকুলায় একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')