News71.com
 Bangladesh
 02 Jun 18, 01:31 PM
 1233           
 0
 02 Jun 18, 01:31 PM

বগুড়ার ৫ আসনের এমপি হাবিবরের সম্পদের তদন্তে দুদক।।  

বগুড়ার ৫ আসনের এমপি হাবিবরের সম্পদের তদন্তে দুদক।।   

নিউজ ডেস্কঃ বগুড়া-৫ শেরপুর ধুনট আসনের সংসদ সদস্য হাবিবর রহমানের সম্পদের হিসাবের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৯ এপ্রিল পাঠানো এক চিঠিতে সংসদ সদস্য হাবিবর রহমান ছাড়াও তাঁর স্ত্রী খাদিজা হাবিব,ছেলে আছিফ ইকবাল সনি,মেয়ে ফারজানা দিবার নামে জায়গাজমি,ফ্ল্যাট ক্রয়সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের ছায়ালিপি পাঠাতে বলা হয়েছে। আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র পর্যালোচনা করবে দুদক কর্মকর্তারা। সূত্র জানায়,দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে এ বিষয় জানানো হয়েছে। বগুড়ার জেলা রেজিস্ট্রার আব্দুস সালাম এ বিষয়ে বলেন,দুদকের চিঠি পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাবরেজিষ্ট্রি অফিসের দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়,২০১৭ সালের ৭ জুলাই দুর্নীতি দমন কমিশনের কাছে শেরপুর-ধুনটের সচেতন মানুষের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। এতে উল্লেখ করা হয়,দুই দফায় সংসদ সদস্য থাকাকালে হাবিবর রহমানের ছেলে আছিফ ইকবাল সনি ও পিএস মিলন অনিয়মে জড়িয়ে পড়েন। অভিযোগ উঠেছে এসব অনিয়মের মাধ্যমে তারা আর্থিক সুবিধা আদায় করেছে। এছাড়া সংসদ সদস্য হাবিবর রহমানের ঢাকার ইষ্টার্ণ হাউজিং ফ্ল্যাট,শান্তিনগর ফ্ল্যাট,ঢাকার জায়গা জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাই করতে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমানের সম্পদের হিসাবের খোঁজে নেমেছে। দুদক এর ঢাকা প্রধান কার্যালয় থেকে এই তদন্ত চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন