bangladesh
 02 Jun 18, 04:46 PM
 304             0

চাঁপাইনবাবগঞ্জে ইফতার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ,অটক ১২।।

চাঁপাইনবাবগঞ্জে ইফতার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ,অটক ১২।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ইফতার সামগ্রী নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার শিবগঞ্জ পৌর এলাকার পাইলিং মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বড় ধরণের সংঘর্ষ এড়াতে পুলিশ দু’পক্ষের ১২জনকে আটক করছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল ইসলাম হাবিব ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে,আজ শনিবার বেলা ১১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার পাইলিং মোড়ে ইফতার সামগ্রী নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞা ও বিএনপি’র কেন্দ্রীয় সাগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের সমর্থকদের মধ্যে বিরোধ বাধে। এক পর্যায়ে তারা লাঠিসোঠা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বড় ধরনের সংঘর্ষ এড়াতে দু’পক্ষের ১২জনকে আটক করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')