News71.com
 Bangladesh
 17 Sep 18, 05:54 AM
 1132           
 0
 17 Sep 18, 05:54 AM

সিরাজগঞ্জে বৃদ্ধি পাচ্ছে যমুনার জল।।বন্যার আশঙ্কা

সিরাজগঞ্জে বৃদ্ধি পাচ্ছে যমুনার জল।।বন্যার আশঙ্কা

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর জল গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমার মাত্র ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্রুতগতিতে জল বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলগুলোতে অকাল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আজ রবিবার সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ শহরের হার্ডপয়েন্ট এলাকায় যমুনার জল প্রবাহ ১৩.২৫ মিটার রেকর্ড করা হয়েছে। আর মাত্র ১০ সেন্টিমিটার জল বাড়লেই বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হবে। এদিকে দ্রুত জল বৃদ্ধির কারণে চরাঞ্চলে হাজার হাজার একর জমির ধান ও শীতকালীন সবজি ডুবে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রনজিত কুমার সরকার বলেন, গত তিনদিন ধরে যমুনার পানি অল্প অল্প বাড়লেও শনিবার থেকে পানি বৃদ্ধির হার বেড়ে গেছে। শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আরও দু-একদিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এতে নিম্নাঞ্চল প্লাবিত হলেও ভয়াবহ বন্যার আশঙ্কা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন