bangladesh
 04 Jan 19, 05:19 AM
 84             0

সিরাজগঞ্জের তাড়াশে বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার ।।

সিরাজগঞ্জের তাড়াশে বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার ।।

 নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের তাড়াশে গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার করে বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। তাড়াশের ইউএনও ইফ্ফাত জাহান, গত বুধবার উপজেলার সগুনা ইউনিয়নের চক কুশাবাড়ি গ্রামের নজিবর রহমানের বাড়ির আঙিনায় ওই শুকুনটি অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । পড়ে নজিবর রহমান শকুনটিকে ধরে একটি ঝুপড়ি ঘরে আটকে রাখেন। বিষয়টি জানাজানি হলে গতকাল বৃহস্পতিবার দুপুরে চককুশাবাড়ি গ্রামের লোকজন তাকে (ইউএনও ইফ্ফাত জাহানকে) খবর দেন। ওই দিন বিকেলেই তিনি বিলুপ্ত প্রজাতির শকুনটিকে উদ্ধার করে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')