bangladesh
 05 Jan 19, 05:17 AM
 75             0

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ॥ চালকসহ নিহত ৩  

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ॥ চালকসহ নিহত ৩   

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে ঘন কুয়াশার কারণে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চালকসহ নিহত তিন। শনিবার ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝঐল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমকিভাবে নিহতদের নাম পরচিয় জানা যায়নি | সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরচিালক আব্দুল হামিদ বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাককে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে একটা পিকআপ ভ্যান পিছনের দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পিক-আপ ভ্যানটির সম্মুখ অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলইে চালকসহ তিনজন মারা যায় ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')