News71.com
 Bangladesh
 24 Jan 19, 05:52 PM
 1051           
 0
 24 Jan 19, 05:52 PM

বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি ওষুধ পাচারের সময় ১ যুবক আটক॥

বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি ওষুধ পাচারের সময় ১ যুবক আটক॥

নিউজ ডেস্কঃ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সেবিকার সহযোগিতায় সরকারি ওষুধ বাইরে পাচারের সময় যুবক সাহাদত হোসেনকে (৩০) আটক করেছে নিরাপত্তা কর্মীরা। পরে তাকে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। এই ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন বাদী হয়ে একজন নার্সসহ দুই জনের বিরূদ্ধে বুধবার রাতে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামালার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার বিকালে শজিমেক হাসপাতালের গার্ড আনসার সদস্য আতিকুর রহমান হাসপাতালের বেশ কিছু ওষুধ পাচারকালে সাহাদত হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে হাসপাতালের ২ নং গেটে ওষুধসহ আটক করে। পরে তাকে মেডিকেলের পুলিশ ফাঁড়িতে প্রেরণ করে। বগুড়া সদর থানার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, সরকারি ওষুধ চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত সাহাদতকে আদালতে প্রেরণ করা হয়েছে। বগুড়ার মেডিকেল কলেজ ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ মন্ডল জানান, ওষুধ চোর সাহাদত হোসেন জয়পুরহাট জেলার ক্ষেতলার উপজেলার বড়াইল বিনাই উত্তরপাড়ার সামছুদ্দিন প্রামাণিকের ছেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন