News71.com
 Bangladesh
 28 Dec 20, 07:25 PM
 636           
 0
 28 Dec 20, 07:25 PM

বগুড়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

বগুড়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

 

নিউজ ডেস্কঃ বগুড়া সদরসহ পাঁচ উপজেলায় দুই দিনব্যাপী অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুই ইটভাটা মালিকের কাছ থেকে ২২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানের দ্বিতীয় দিন সোমবার বিকেলে শাজাহানপুর উপজেলার বামুনীয়া এলাকায় অভিযান চালিয়ে এম এইচ এফ নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। একই দিন জেলার আদমদীঘি উপজেলার ডি জি এম নামে একটি ইটভাটা মালিকের কাছ থেকে ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগে অভিযানের প্রথম দিন রবিবার জেলার সদর উপজেলা, শিবগঞ্জ ও সারিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে তিনটি ইটভাড়া গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি একটি ইটভাটা মালিকের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন। এ ছাড়া র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। বগুড়া পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বগুড়ার শাজাহানপুর উপজেলাতেই ৪১টি ইটভাটা রয়েছে। যার কোনোটিরও লাইসেন্স বা নবায়ন নাই। সবগুলোই অবৈধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন