News71.com
 Bangladesh
 17 Mar 21, 09:45 PM
 655           
 0
 17 Mar 21, 09:45 PM

রাজশাহীর বাগমারায় পুকুর খননের সময় মিললো ৬০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি॥

রাজশাহীর বাগমারায় পুকুর খননের সময় মিললো ৬০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি॥

নিউজ ডেস্কঃ পুকুর খননের সময় পাওয়া গেলো ৬০ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি। রাজশাহীর বাগমারা উপজেলার বুজরুককোলা গ্রামের বড়পুকুরিয়া পুকুর পুনঃখননকাজের সময় মঙ্গলবার (১৬ মার্চ) রাতে মূর্তিটি পাওয়া যায়। পরে এ নিয়ে এলাকায় হইচই পড়ে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে। বর্তমানে মূর্তিটি পুলিশ হেফাজতেই রয়েছে। এটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পুকুর পুনঃখনন প্রকল্পের আওতায় উপজেলার বুজরুককোলা গ্রামের বড়পুকুরিয়া পুকুরটির খননকাজ শুরু হয়েছে। এক সপ্তাহ ধরে ভেকু মেশিন দিয়ে পুকুরের খননকাজ চলছে। মঙ্গলবার রাত ৯টার দিকে পুকুর খননের সময় কালো রঙের ওই বিষ্ণুমূর্তিটি পাওয়া যায়। পুকুরটি অনেক পুরনো। এর পাশেই মন্দির রয়েছে। এক সময় ওই গ্রামে রাজপরিবার বসবাস করতো। উদ্ধার হওয়া মূর্তিটি সেই সময়ের হতে পারে বলেই সবার ধারণা।

এদিকে, বিএমডিএ বাগমারা আঞ্চলের সহকারী প্রকৌশলী রেজাউল করিম বলেন, একজন ঠিকাদারের মাধ্যমে তারা পুকুরটি পুনঃখনন করছেন। খননের সময় মূর্তিটি পাওয়া গেছে। যা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। জানতে চাইলে রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, বিষ্ণুমূর্তিটি স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পুকুর খননের সময় মূর্তিটি পাওয়া গেছে বলে তারা জানিয়েছেন। ওই মূর্তিটির উচ্চতা তিন ফুট। ওজন ৬০ কেজি। এখনও মূর্তিটির দাম অনুমান করা যাচ্ছে না। তবে এর দাম অনেক টাকা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন