News71.com
 Bangladesh
 01 Apr 21, 11:34 AM
 590           
 0
 01 Apr 21, 11:34 AM

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বেলারুশ নাগরিকের মৃত্যু॥

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বেলারুশ নাগরিকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক বেলারুশ নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মার্চ) রাতে তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম হানচারাও আলিয়াকসান্দ্র (৫৮)। তিনি রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নিকিমট-এটমস্ট্রো’ কর্মরত ছিলেন। আলিয়াকসান্দ্র ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে রূপপুর মানবিক বিদ্যুৎ প্রকল্পে গ্রিন সিটির একটি কক্ষে থাকতেন।

জানা গেছে, গ্রিন সিটির ৬ নম্বর ভবনের ৫৪ নম্বর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ তাঁর কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, মৃতদেহটি পাবনা জেনারেল হাসপাতালের হিমাগারে রাখার ব্যবস্থা করা হচ্ছে। পরে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে নিজ দেশে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন