News71.com
 Bangladesh
 02 Apr 21, 10:07 PM
 669           
 0
 02 Apr 21, 10:07 PM

রাজশাহীর দুর্গাপুরে সিগারেটের আগুনে পুড়লো ১১ কৃষকের স্বপ্ন॥

রাজশাহীর দুর্গাপুরে সিগারেটের আগুনে পুড়লো ১১ কৃষকের স্বপ্ন॥

নিউজ ডেস্কঃ দুর্গাপুরে জ্বলন্ত সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে ৯ বিঘা জমির পান বরজ। শুক্রবার (২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। ওই ৯ বিঘা জমিতে স্থানীয় ১১ জন কৃষকের পান বরজ ছিলো। আগুনের লেলিহান শিখায় সব পুড়ে ছাই হয়ে যায়।

রাজশাহীর দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আশরাফুল রহমান জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর দ্রুত অগ্নিনির্বাপণের কাজ শুরু করা হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই গ্রামের কৃষক, ইব্রাহিম, আজিজ, আব্দুস সাত্তার, আব্দুল মজিদ, কফের, ইছাহাক, ফজলু হকসহ ১১ কৃষকের ৯ বিঘা জমির পান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন