News71.com
 Bangladesh
 26 Jul 21, 01:55 PM
 98           
 0
 26 Jul 21, 01:55 PM

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগ্নের মৃত্যু॥

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগ্নের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ নাটোরে গুরুদাসপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সাত্তার (৬৫) ও তার ভাগ্নে মকবুল হোসেনের (২২) মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুলাই) দুপুরে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া ভিটাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুস সাত্তার ধানুড়া ভিটাপাড়ার বাসিন্দা। আর মকবুল হোসেন একই গ্রামের মো. ছায়েদ আলীর ছেলে। 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মকবুল দুপুরে তার মামা আব্দুস সাত্তারের  বাড়িতে যান। মামা-ভাগ্নে বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় অসাবধানে তাদের পাশে থাকা একটি বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে তারা দু’জনই বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে স্থানীয় আহম্মদপুর রাহেলা ক্লিনিকে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন