News71.com
 Bangladesh
 17 Aug 21, 01:46 PM
 488           
 0
 17 Aug 21, 01:46 PM

৩৬ ঘণ্টায় সিরাজগঞ্জে যমুনার পানি বেড়েছে ৬০ সেন্টিমিটার॥

৩৬ ঘণ্টায় সিরাজগঞ্জে যমুনার পানি বেড়েছে ৬০ সেন্টিমিটার॥

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে খুব দ্রুত গতিতে বাড়ছে যমুনা নদীর পানি। গত ৩৬ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ৬০ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে বেড়েছে ৪৩ সেন্টিমিটার। চলতি বছরে পানি বৃদ্ধির এই হার সর্বোচ্চ।  সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় রেকর্ড করা হয় ১২ দশমিক ২০ সেন্টিমিটার। যা বিপৎসীমার ১১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪৫ সেন্টিমিটার যা বিপৎসীমার ১৮০ সেন্টিমিটার নিচে।  সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ৩৬ ঘণ্টায় যমুনার পানি সিরাজগঞ্জে বেড়েছে ৬০ সেন্টিমিটার। আর সর্বশেষ ১২ ঘণ্টায় বেড়েছে ২৩ সেন্টিমিটার। 

অপরদিকে কাজিপুর পয়েন্টে ৩৬ ঘণ্টায় বেড়েছে ৪৩ সেন্টিমিটার। সর্বশেষ ১২ ঘণ্টায় বেড়েছে ১৫ সেন্টিমিটার। এদিকে গত দুদিনে সিরাজগঞ্জ পয়েন্টে ৮৪ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৬৮ সেন্টিমিটার পানি বেড়েছে।   পাউবো সূত্র আরও জানায়, বুধবার (৪ আগস্ট) থেকে পানি বাড়তে শুরু করে। ৮ আগস্ট থেকে কমতে শুরু করে। গত ৫ দিন ধরে কখনো স্থিতিশীল এবং কখনো হ্রাস পেয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) হঠাৎ করে ফের পানি বাড়তে শুরু করে। শনিবার (১৪ আগস্ট) থেকে দ্রুত বাড়তে থাকে যমুনার পানি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন