News71.com
 Bangladesh
 17 Aug 21, 01:47 PM
 503           
 0
 17 Aug 21, 01:47 PM

টাকা আত্মসাতের অভিযোগে পুলিশের ৪ এসআইসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা॥

টাকা আত্মসাতের অভিযোগে পুলিশের ৪ এসআইসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা॥

নিউজ ডেস্কঃ ভুয়া ভাউচারে কথিত জিপিএফসহ বিভিন্ন বিলের নামে প্রায় সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাগুরা পুলিশের চার উপ-পরিদর্শক (এসআই) ও আট হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (১৬ আগস্ট) যশোরের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে দুদক সূত্রে জানা গেছে। মামলার আসামিরা হলেন- সাতক্ষীরা দেবহাটা থানার এসআই হাসিনা খাতুন, এসআই সবুর আলম খান, যশোর পুলিশ লাইনের এসআই মাহাবুব আলম, মাগুরা পুলিশ লাইনের অবসরপ্রাপ্ত এসআই সাইফুর ইসলাম ও পুলিশের অবসরপ্রাপ্ত টিএসআই খান আব্দুল হাই, পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিয়ার রহমান ও শাহ আলম গাজী, মাগুড়া জেলা পুলিশ লাইনের হিসাবরক্ষক শরিফুজ্জামান, মাগুরা জেলা হিসাব রক্ষণ ও ফিন্যান্স কর্মকর্তা জিএম জিল্লুর রহমান, ফিন্যান্স কর্মকর্তা সাইফুল ইসলাম ও সরকার রফিকুল ইসলাম, একই অফিসের অডিটর আজমল হোসেন, আব্দুল লতিফ মিঞা, রথিন বিশ্বাস, ফজলুর শহিদ ও শেখ আব্দুস সালাম, মাগুরা জেলা পুলিশ লাইনের কনস্টেবল গাজী মশিউর রহমান, ফিরোজ হোসেন, শিপন মৃধা, তাসলিমা খাতুন, হালিমা, অবসরপ্রাপ্ত কনস্টেবল কৃষ্ণপদ বিশ্বাস, আকবর আলী ও আবুল কাশেম এবং নড়াইলের বাসিন্দা আজমল মুন্সি ও মাগুরা বাসিন্দা রোকাইয়া ইয়াসমিন বিচিত্রা এবং সোনালী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার ওয়াজেদ আলীকে আসামি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন