News71.com
 Bangladesh
 27 Aug 21, 11:36 AM
 525           
 0
 27 Aug 21, 11:36 AM

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে॥

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে॥

নিউজ ডেস্কঃ বৃষ্টিপাত ও উজানের ঢলে যমুনা নদীর পানি বেড়ে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বগুড়ার নির্বাহী প্রকৗশলী মো. মাহবুবুর রহমান। জানা গেছে, যমুনার পানি বেড়ে যাওয়ায় জেলার সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের নোয়াপাড়া, হাটবাড়ী, নিম্নাঞ্চল এলাকার ফসলি জমিতে পানি প্রবেশ করেছে।

পাউবো বগুড়ার তথ্যমতে, এ সব এলাকায় মাঝারি বন্যা আগামী ১০ দিন থাকার আশঙ্কা করা হচ্ছে। পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, যমুনা নদীতে বিপৎসীমা নির্ধারণ করা হয় ১৬ দশমিক ৭০ মিটার। বৃহস্পতিবার বিকেলের হিসেব অনুযায়ী নদীর পানি ১৬ দশমিক ৭১ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিন সকাল ৬টার হিসাব অনুযায়ী, যমুনার পানির স্তর ছিল ১৬ দশমিক ৬৬ মিটার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন