News71.com
 Bangladesh
 26 May 22, 10:34 AM
 1044           
 0
 26 May 22, 10:34 AM

২৪ ঘণ্টার মধ্যে নাটোরে দুই চিকিৎসকসহ পাঁচজনকে গ্রেফতারের আদেশ।।

২৪ ঘণ্টার মধ্যে নাটোরে দুই চিকিৎসকসহ পাঁচজনকে গ্রেফতারের আদেশ।।

নিউজ ডেস্কঃ নাটোরে হত্যার প্রস্তুতি গ্রহণসংক্রান্ত এক মামলায় সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সুমনা সরকার (৪৫)-সহ ৫ জনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। অন্যথায় এ ব্যাপারে আদেশের অনুলিপি ডিআইজি ও আইজিপি বরাবর পাঠানো হবে বলেও হুঁশিয়ার করা হয়। বুধবার (২৫ মে) দুপুর দুইটার সময় নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলজার রহমান এ আদেশ দেন। এসময় বিচারক আদালত চলাকালে এজলাসে বসেই নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মুঠোফোনে এ আদেশ দেন। ওই মামলার অপর ৪ জন আসামী হলেন, ডা. সুমনা সরকারের বোন একই হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাগরিকা সরকার (৩০), করুণা রানী সরকার (৫৫), বাবা সুনীতি রঞ্জন সরকার (৬০) এবং সহযোগী মো. মাসুম (৫০)। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

নাটোর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৫ অক্টোবর নাটোর জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী অজিত কুমার বিশ্বাস বাদী হয়ে সুমনা সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যার প্রস্তুতি গ্রহণসংক্রান্ত বিষয়ে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলাটি দুই দফা তদন্ত হয়। আজ বুধবার মামলাটির শুনানির তারিখ ছিল। আদালতে মামলাটি উঠলে বাদীর আইনজীবী আদালতকে জানান, আসামি সুমনা সরকার ও সাগরিকা সরকার সরকারি চিকিৎসক। তারা সদর থানা ভবনের অদূরেই হাসপাতালে দায়িত্ব পালন করে আসছেন। এই শহরেই তারা বিচরণ করেন। অথচ পুলিশ তাদের গ্রেফতার করছে না। আদালতকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন