News71.com
 Bangladesh
 07 Sep 17, 12:13 PM
 1279           
 0
 07 Sep 17, 12:13 PM

ঈদ উপলক্ষ্যে দিনাজপুরে আড়াইশ' ভিক্ষুককে ভুঁড়িভোজ করালেন উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ ।।  

ঈদ উপলক্ষ্যে দিনাজপুরে আড়াইশ' ভিক্ষুককে ভুঁড়িভোজ করালেন উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ ।।   

নিউজ ডেস্কঃ ব্যতিক্রমী আয়োজনে প্রায় ২৫০ ভিক্ষুককে কার্ডের মাধ্যমে ঈদের দাওয়াত দিয়ে ভুঁড়িভোজ করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন খানসামা উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ। গতকাল বুধবার পবিত্র ঈদুল আযহার ৬ষ্ঠ দিনে বড় বড় নেতা ও ধনী ব্যক্তিদের নিজ বাড়িতে দাওয়াতে না দিয়ে গরীব-দুঃখীদের সাথে আনন্দ ভাগ করে নিতে অভিনব এই আয়োজন করেন তিনি । খানসামা উপজেলার পাকেরহাটস্থ নিজ বাড়িতে মাংস, সবজি, ডাল, ভাত রান্না করে প্রত্যন্ত গ্রাম থেকে আসা এসব অসহায় মানুষগুলোকে তিনি নিজ হাতে খাবার পরিবেশন করেছেন। পাশাপাশি নগদ অর্থও দিয়েছেন। এসময় উপজেলা চেয়ারম্যান ভিক্ষুকদের সকল সমস্যা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন ।

উপজেলা চেয়ারম্যানের এরকম উদ্যোগ ও মহানুভবতায় আনন্দে আত্মহারা হয়ে পরেন অসহায় মানুষগুলো। এর আগে কখনো কোনো উপজেলা চেয়ারম্যানকে তারা এত কাছে পাননি বলে জানান তারা। দাওয়াতী কয়েকজন ভিক্ষুক জানান, 'এংকরি হামাক কাও খোওয়ায়না চেয়ার-টেবিলত বসি, আল্লাহ চেয়ারম্যানের ভালো করুক । 'সকলের কাছে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির জন্য দোয়া চান খানসামা উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ। এসময় উপস্থিত ছিলেন ২নং ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, উপজেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহ প্রমূখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন