bangladesh
 13 Sep 17, 07:04 AM
 193             0

দিনাজপুরে সিপিবি বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার স্মারকলিপি পেশ ।।  

দিনাজপুরে সিপিবি বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার স্মারকলিপি পেশ ।।   

নিউজ ডেস্কঃ দিনাজপুর রেলওয়ে ষ্টেশনে অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িতদের শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সিপিবি-বাসদ গণতান্ত্রিক বাম মোর্চা'র নেতারা। আজ বুধবার সকাল ১০টার দিকে দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপার গোলাম মোস্তফা ও জিআরপি থানার ওসি বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।দিনাজপুর যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক অমৃত রায় জানায়, বিভিন্ন বাম, গণতান্ত্রিক রাজনৈতিক দল (সিপিবি-বাসদ গণতান্ত্রিক বাম মোর্চা) এর পক্ষ থেকে রেলের টিকিট কালো বাজারি বন্ধ, রেলের অনিয়ম দুর্নীতি, চাঁদাবাজী বন্ধ করতে হবে,দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বরে সন্ত্রাস বন্ধ করার দাবি জানানো হয়। এছাড়া এসব সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি,স্টেশন চত্বরে মাদক,অনৈতিক কর্মকান্ড বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে স্টেশন সুপার রেলওয়ে স্টেশন,দিনাজপুর ও অফিসার ইনচার্জ জিআরপি থানা,দিনাজপুর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিপিবি জেলা সভাপতি এ্যাডঃ কমরেড মেহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড বদিউজ্জামান বাদল, ইউনাইটেড কমিউনিস্ট লীগের আনোয়ার আলী সরকার,বাসদ (মাহাবুব) সন্তোষ গুপ্ত, বাসদের সাধারণ সম্পাদক বাসন্তি মালাকার, বাসদ (মার্কসবাদী)’র সদস্য এসএম মনিরুজ্জামান ও যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক অমৃত কুমার রায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')